৫ মে, ২০২১ ১৭:০৬

হেফাজতের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক জাকারিয়া গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

হেফাজতের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক জাকারিয়া গ্রেফতার

প্রতীকী ছবি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশের বিভিন্ন জায়গার নাশকতার ঘটনার অন্যতম মদদদাতা ও হেফাজতে ইসলামের
সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার বিকেলে কক্সবাজার জেলার চকোরিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশের বিভিন্ন জায়গায় নাশকতার ঘটনার অন্যতম মদদদাতা ছিলেন জাকারিয়া নোমান ফয়জী। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের চকোরীয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদীর সফরকে ঘিরে ঢাকা, চট্টগ্রাম, বি-বাড়িয়াসহ দেশের বিভিন্ন তান্ডব চালায় হেফাজতে ইসলামের নেতা কর্মীরা। এ সময় হেফাজতে ইসলামের নেতা কর্মীরা সরকারি স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের ত্রিমুখী সংঘের্ষ ১৭ জন নিহত হন।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর