নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ওয়াসি নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে নগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয় ওয়াসি।
চমেক হাসপাতাল সুত্রে জানা যায়, শুক্রবার বিকেলে খেলা করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় শিশু ওয়াসি। পরে স্থানীয় লোকজন মুমুর্ষু অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে আসে। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/আল আমীন