চট্টগ্রামের হাটহাজারী উপজেলা এলাকায় ছুরিকাঘাতে মিলাদুন্নবী (৩৭) নামে এক যুবক খুন হয়েছেন। নিহত মিলাদুন্নবী সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
শনিবার হাটহাজারী উপজেলার লালিরহাটের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।
তিনি বলেন, বুকে ছুরিকাঘাত চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা করছি জুয়া খেলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) মর্গে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার