ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নিত্য ভোগ্য পণ্য বিক্রিতে অনিয়ম ও কালোবাজারির অভিযোগ প্রমাণিত হওয়া এবং নগর ও গ্রামে দুটি করে ডিলারশিপ থাকায় চারজনের ডিলারশিপ বাতিল করা হয়।
এর মধ্যে চট্টগ্রামের হাটহাজারী নন্দীরহাট বাজারের মো. হেলাল উদ্দিনের মেসার্স জননী স্টোর, নগরের কোতোয়ালী থানার ফিরিঙ্গি বাজারের মেসার্স ট্রেড লিংক, বোয়ালখালীর চরণদ্বীপের মেসার্স দিদারুল আলম ও আনোয়ারার তুলাতলির মেসার্স আল আমীন পেইন্ট।
টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় এগুলো বাতিল করে।
টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের প্রধান জামাল উদ্দিন বলেন, চট্টগ্রামের চারটি ডিলারশিপ বাতিল করা হয়েছে। এর মধ্যে নগরে একটি ও উপজেলায় তিনটি। পণ্য বিক্রিতে অনিয়ম ও কালোবাজারি এবং একজনের দুটি করে ডিলারশিপ থাকায় তা বাতিল করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার