চট্টগ্রামের ২০০ অসহায় দুস্থ পরিবারকে খাদ্য সহায়তা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার সকালে নগরের প্যারেড মাঠে চট্টগ্রাম সেনানিবাসের ৭ স্বতন্ত্র এডিএ ব্রিগেডের পক্ষে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন মেজর মাহবুব আলম।
সেনাবাহিনীর চট্টগ্রাম অঞ্চলে প্রতিদিন ৪০০ পরিবারের পাশে দাঁড়াচ্ছে।
সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের মেজর মাহবুব আলম বলেন, ‘চাল ডাল তেল আটাসহ একটি পরিবারকে এক সপ্তাহের খাবার দেওয়া হচ্ছে। সেনা কল্যাণ ফান্ড এবং সেনা সদস্যদের রেশন থেকে অর্থ সঞ্চয় করে অসহায় মানুষকে এ ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। সেনাবাহিনীর চট্টগ্রাম অঞ্চলে প্রতিদিন ৪০০ পরিবারের পাশে দাঁড়াচ্ছে। এর অংশ হিসেবে শুক্রবার চট্টগ্রাম কলেজ মাঠে ২০০ পরিবারকে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে। সেনাবাহিনীর এ কর্মসূচি আগামী ১৪ জুলাই পর্যন্ত চলমান থাকবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন