'ছিনতাই' নাটক সাজিয়ে মালিকের ১২ লাখ টাকা আত্মসাতের প্রচেষ্টার অভিযোগে এক জুয়েলারী দোকানের এক কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ওই কর্মচারীর নাম সুদীপ্ত সাহা টিংকু। গতকাল শুক্রবার (৯ জুলাই) রাতে টিংকুকে গ্রেফতার করে ডবলমুরিং থানা পুলিশ।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, চট্টগ্রাম নগরীর আখতারুজ্জামানান সেন্টারের জুয়েলারী ব্যবসায়ী প্রদীপ বনিক থানায় এসে অভিযোগ করেন তার কর্মচারী এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করে ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন। ছিনতাইকারীরা ১২ লাখ টাকা ছিনতাই করেছে। এরপর ওই ঘটনায় দোকান কর্মচারী টিংকুকে জিজ্ঞাসাবাদ করলে তিনি অসংলগ্ন কথা বলেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ছিনতাই নাটক সাজানোর কথা স্বীকার করে টিংকু। এরপর তার বোনের বাসা থেকে ১১ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, ছিনতাই নাটক সাজানোর জন্য অনেক পরিকল্পনা করেন টিংকু। টাকা বোনের বাসায় রেখে ফোন বন্ধ রেখে চলে যান বান্দরবন। ওইখানে দিয়ে দোকান মালিককে ফোন করে ছিনতাইয়ের কথা বলেন। এরপর বিকাশের মাধ্যমে টাকা নিয়ে চট্টগ্রামে ফিরে আসেন। এরপর তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। কিছু কথায় সন্দেহজনক মনে হলে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে নাটক সাজানোর কথা স্বীকার করেন।
ব্যবসায়ী প্রদীপ বণিক বলেন, টিংকু আমার খুবই বিশ্বস্ত কর্মচারী ছিল। আমার এটিএম কার্ডের সব পিন নম্বর তার জানা ছিল। আগেও একাধিকবার বুথ থেকে টাকা তুলেছে সে। বৃহস্পতিবার তাকে ৪টি এটিএম কার্ড দেওয়া হয়। পরদিন ১২ লাখ টাকা তুলে সকাল ১১টায় বাসায় ফেরার কথা তার। কিন্তু দুপুর ২টা পর্যন্ত না আসায় এবং ফোন বন্ধ পাওয়ায় তাকে খোঁজাখুঁজি করা হয়। পরে থানায় অভিযোগ করি। বিকাল ৪টায় আমাকে ফোন করে সে সাজানো ছিনতাইয়ের কথা জানায়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত