চট্টগ্রামের বাঁশখালীতে ইয়াবা সিন্ডিকেটের নেতৃত্ব দেওয়া বিতর্কিত পুলিশ সদস্য মানিক চন্দ্র রক্ষিতকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ‘পুলিশ সদস্যের ইয়াবা সিন্ডিকেট’ শীর্ষক সংবাদ প্রকাশিত হওয়ার পর প্রশাসনে তোলপাড় শুরু হয়। এরপর বাঁশখালী থানা থেকে তাকে প্রত্যাহার করে পুলিশলাইনে যুক্ত করা হয়।
চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, ‘সোমবার মানিককে থানা থেকে প্রত্যাহার করে পুলিশলাইনে যুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এরই মধ্যে তার বিরুদ্ধে উঠা অভিযোগুলো তদন্ত শুরু করা হয়েছে।’
প্রসঙ্গত, পুলিশ সদস্য মানিক চন্দ্র রক্ষিতের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। বাঁশখালীতে ইয়াবা ব্যবসার নিয়ন্ত্রণ, অপরাধের আখড়া থেকে মাসোহারা আদায়সহ অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ