করোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে কঠোর লকডাউন চলাকালে চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহনের ২৫০ জন শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১২ জুলাই) বিকেল ৪টায় চট্টগাম জেলা প্রশাসনের উদ্যোগে এম.এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম হলে এ ত্রাণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে এসব উপহার বিতরণ করেন। প্রতি প্যাকেট উপহার সামগ্রীর মধ্যে ছিল ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবন, ২ লিটার সয়াবিন তেল ও ১টিঁ সাবান। ত্রাণ বিতরণ কাজে সহযোগিতা করে স্বেচ্ছাসেবক টিম সিপিপি, সাস ও পূর্বাশার আলো।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. সুমনী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অথিতি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুল আহসান। এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরজাহান আক্তার সাথী, প্রতীক দত্ত, চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ মিনহাজ ও সাধারণ সম্পাদক মো. কালিম শেখ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বৈশ্বিক মহামারী করোনার কারণে যে কয়েকটি সেক্টর ক্ষতির সম্মুখীন হয়েছে তার মধ্যে মোটর পরিবহন একটি। একদিকে জীবন বাচাঁনো, অন্যদিকে জীবিকা ঠিক রাখা অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। বর্তমানে সারাবিশ্ব খুব খারাপ সময় অতিক্রম করছে। জীবদ্দশায় অতীতে কেউ এ রকম কষ্টে পড়েনি। শিশু ও শিক্ষার্থীরা পর্যন্ত ঘরবন্দী হয়ে পড়েছে।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসনকে ধন্যবাদ। সবাইকে বলব, অস্বচ্ছল ও হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ সহায়তায় এগিয়ে আসার জন্য। একই সঙ্গে করোনা মোকাবেলায় সচেতনতা, শারীরিক দুরত্ব বজায় রাখা ও মাস্ক পরিধানসহ শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে সতর্ক থাকতে হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত