হত্যা মামলার আসামির পরিবর্তে কারাগারে ৩ বছর বন্দি থাকা সেই মিনু আকতারের নিখোঁজ ছেলে মো. ইয়াসিনের খোঁজ মিলেছে। নিখোঁজ শিশু ইয়াছিন বর্তমানে সরকারি আশ্রয় কেন্দ্র গোদনাইল সিদ্ধিরগঞ্জে আছেন তা নিশ্চিত হয়েছে বায়েজীদ থানা পুুলিশ।
সোমবার তার অবস্থান নিশ্চিত করে পুলিশ।
বায়েজিদ থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, গত ৪ এপ্রিল গাম (এক জাতীয় নেশা) খাওয়ার সময় ইয়াছিনসহ চার শিশুকে আটক করে পাঁচলাইশ থানা পুলিশ। পরে তাদের গাজীপুরের সরকারি আশ্রয় কেন্দ্রে প্রেরণ করা হয়। কিন্তু ওই কেন্দ্রটি শুধু নারীদের হওয়ায় ফের তাদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। আদালতের নির্দেশে পরে তাদের সরকারি আশ্রয় কেন্দ্র গোদনাইল সিদ্ধিরগঞ্জে পাঠানো হয়।
তিনি আরও বলেন, ইয়াছিনের নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে তদন্তে নামে পুলিশ। পরে তার অবস্থান নিশ্চিত হয়। সোমবার ভিডিও কলের মাধ্যমে ইয়াছিনের সাথে তার মামার কথা বলিয়ে দেয়া হয়। তার মামা রুবেল ইয়াছিনকে শনাক্ত করেন। বর্তমানে সে সরকারি আশ্রয় কেন্দ্র গোদনাইল সিদ্ধিরগঞ্জে সুস্থ ও নিরাপদে আছেন।
প্রসঙ্গত, হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির বদলি কারাভোগ করা আলোচিত মিনু গত ২৮ জুন ‘সড়ক’ দুর্ঘটনায় নিহত হন। পরে বেওয়ারিশ লাশ হিসেবে আনজুমান-এ মুফিদুল ইসলামের তত্ত্বাবধানে তাকে দাফন করা হয়। পরে জানা যায় অজ্ঞাতনামা লাশটি ছিল বিনা দোষে তিন বছর কারাভোগ করা মিনু’র। এরপর নিহতের পরিবার ও আইনজীবী এ মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেন। একই সময় তার ছেলে ইয়াছিনের নিখোঁজ হওয়ার দাবি করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন