চট্টগ্রামের মাইকে ঘোষণা দিয়ে গুজব ছড়িয়ে র্যাব সদস্যদের ওপর হামলার অভিযোগে চার জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- মো. ফোরকান, আব্দুল সাত্তার, মো রাকিব এবং শামশেদ আলম। অভিযানে অবৈধ কাঠ জব্দও করা হয়।
রবিবার রাতে নগরীর বাকলিয়া থানাধীন বলিরহাট এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব-৭ সহকারি পরিচালক নুরুল আবছার বলেন, ‘র্যাব সদস্যদের ওপর হামলার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। অভিযানে মাইকে ঘোষণা দিয়ে গুজব ছড়িয়ে র্যাব সদস্যদের ওপর হামলার অভিযোগে চার জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র্যাবের ওপর হামলার কথা স্বীকার করেছেন। অভিযানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে চোরাই করে নিয়ে আসা ৪ কোটি টাকার অবৈধ কাঠ জব্দও করা হয়।’
র্যাব সহকারি পরিচালক নুরুল আবছার বলেন, রবিবার বিকেলে র্যাবের উপর হামলার ঘটনায় বাকলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাতে মোট ৬০ জনকে আসামি করা হচ্ছে। এছাড়া অবৈধ কাঠ উদ্ধারের ঘটনাও পৃথক মামলা দায়ের করা হবে।
প্রসঙ্গত, গত রবিবার বিকেলে বাকলিয়া থানাধীন বলিরহাট এলাকায় অবৈধ কাঠ উদ্ধারে অভিযানকালে মাইকে ডাকাতির গুজব ছড়ায় অবৈধ কাঠ ব্যবসায়ীরা। এসময় ৫০ থেকে ৬০ জন জড়ো হয়ে র্যাব ও বন বিভাগের কর্মকর্তাদের উপর হামলা চালায়। এতে চার র্যাব সদস্য এবং বন বিভাগের ২ কর্মকর্তা আহত হন। তারা চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার