চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ফের মরণ নেশা ক্রিস্টাল মেথ জব্দ করেছে পুলিশ। অভিযানে কোটি টাকা দামের প্রায় এক কেজি ক্রিস্টাল মেথ জব্দ করা হয়। গ্রেফতার করা হয় তিন মাদক ব্যবসায়ীকে। তারা হলেন- শহীদুল ইসলাম টিপু, কাজী আমিনুল রশিদ এবং সাইমন তারেক। সোমবার রাতে নগরীর কোতোয়ালী থানাধীন পাথরঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-৭ সহকারি পরিচালক নুরুল আবছার বলেন, সোমবার রাতে গোপন সংবাদের পাথরঘাটা এলাকায় অভিযান চালানো হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তিন জন মোটর সাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাদের আটক করে সাথে থাকা ব্যাগে তল্লাশী করে ৯৭৫ গ্রাম ক্রিস্টাল মেথ জব্দ করা হয়। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান- রুবেল নামে এক মাছ ব্যবসায়ী ক্রিস্টাল মেথের চালানটি কক্সবাজার থেকে চট্টগ্রাম নিয়ে আসে। এরপর রুবেল সৌদি আবর চলে গেলে মাদকের চালানটি তাদের কাছে রেখে যায়। রুবেলের রেখে যাওয়া মাদক বিক্রির জন্য পটিয়া থেকে নগরীতে নিয়ে আসা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার