চট্টগ্রামের কর্ণফুলী থানার ইছানগরে নূর আলম (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ইউপি সদস্যসহ ৩ জনকে আটক করা হয়েছে।
আটকরা হলো- ইছানগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নারী সদস্য আছিয়া বেগম (৫০), কোরবান আলী (২৫) ও পারভেজ (২৩)।
মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ। তিনি বলেন, নূর আলম (৫০) নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার