চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল (সিআইএমসিএইচ) ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের (সিআইডিসিএইচ) উদ্যোগে কোভিড-১৯ অনলাইন টিকা নিবন্ধন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার থেকে শুরু হওয়া কোভিড-১৯ অনলাইন নিবন্ধন বা রেজিস্ট্রেশন প্রতিদিনই সকাল ১০টা শুরু হয়ে বিকেল অবধি এ কর্মসূচি চলবে।
জানা গেছে, এখানে ৪টি বুথের মাধ্যমে প্রথম দিনেই টিকা নিবন্ধন বা রেজিস্ট্রেশনের জন্য বিপুল পরিমাণ পুরুষ ও মহিলা সামাজিক দূরত্ব বজায় রেখেই উপস্থিত ছিলেন। টিকা রেজিস্ট্রেশন কেন্দ্রটি চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের উদ্যোগে হাজীরপুল যুব সংঘের ব্যবস্থাপনায় পরিচালিত হবে। সভায় বক্তারা টিকা ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগের প্রশংসা করেন।
চট্টগ্রামের হাজিরপুল ঈদগাহ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিএমইএ এর সিনিয়র সহ-সভাপতি ও ওয়েল গ্রুপের ডিরেক্টর সৈয়দ নজরুল ইসলাম। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক জনাব ডা. বিদ্যুৎ বড়ুয়া।
ডেভেলপমেন্ট ফর এডুকেশন সোসাইটি এন্ড হেলথের সেক্রেটারি অধ্যাপক ডা. মুসলিম উদ্দিন সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান, মহানগর যুবলীগের সদস্য জি এস কফিল উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাজিরপুল যুব সংঘের পরিচালক মো. মিছবাহ ইবনে হাকিম। অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা স্মারকও দেয়া হয়।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহজাহান, হাজীরপুল যুব সংঘের পরিচালক মো. মোরশেদ আলম, মো বখতেয়ার আলম, মো. মনির, মো. জাহাঙ্গীর, এবং মো. সাইফ, মো. সাজ্জাদ হোসেন অভি, মো. নাইম, মো. কাইয়্যুম, মো. রাতুল এবং ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের কর্মচারীবৃন্দ।
বিডি প্রতিদিন/আবু জাফর