চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ১৫৬ জন চিকিৎসককে বদলির সমালোচনার রেশ এখনও কাটেনি। এরই মধ্যে আবার চমেকের ৫০ চিকিৎসককে পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত মঙ্গলবার নতুন এক প্রজ্ঞাপনে আগের চিকিৎসকদের মধ্য থেকে ৫০ জনকে পুনরায় নতুনভাবে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে পদায়ন করা হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ৩০ জুলাইয়ের মধ্যে পদায়ন হওয়া চিকিৎসকদের নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। তাঁরা হাসপাতালগুলোর করোনা ইউনিটে দায়িত্ব পালন করবেন। তাঁরা পূর্বের কর্মস্থল থেকে বেতন-ভাতা পাবেন। পদায়ন হওয়া ৫০ চিকিৎসনকের মধ্যে ১০ জন পেল চট্টগ্রামের কভিড ডেডিকেটেড তিন হাসপাতাল।
চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, ক্রমবর্ধমান করোনার চিকিৎসায় চিকিৎসকদের পদায়ন করা হয়েছে। রোগীর স্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার