চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের উপনির্বাচন আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। নির্বাচন হবে ইভিএমের মাধ্যমে।
সাবেক কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টুর মৃত্যুতে শূন্য হওয়া ওয়ার্ডে এ উপনির্বাচন অনুষ্ঠিত হবে। চকবাজার ওয়ার্ড থেকে টানা ৭ বার কাউন্সিলর নির্বাচিত হওয়া সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু গত বছরের ১৮ মার্চ মারা যান।
জানা যায়, নির্বাচন সম্পন্ন করতে কমিশন ইতোমধ্যে নানা প্রস্তুতি শুরু করেছে। জেলা নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দিয়ে পরিপত্র জারি করা হয়েছে। রিটার্নিং অফিসার মনোনয়ন পত্র জমা, যাচাই, প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের বিষয়টি ঘোষণা করবেন।
এরই মধ্যে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র অনেক প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুতি নিচ্ছেন।
বিডি প্রতিদিন/ফারজানা