চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় আয়কর অফিসের নিচতলায় রাখা একটি গাড়ি আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে বাড়িটি রক্ষা পেয়েছে। পেলিক্যান মেহজাবিন নামের ১৪ তলার একটি বাড়ি ভাড়া নিয়ে চট্টগ্রাম কর অঞ্চল কার্যালয় করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন।
তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশন থেকে ৫টি ও বন্দর স্টেশন থেকে ২টি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। তারা ৮টা ৪০ মিনিটে আগুন নেভাতে সক্ষম হন। তবে আগুন লাগার কারণ, ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/আবু জাফর