চট্টগ্রাম-৮ আসনের এমপি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক প্রদীপ চক্রবর্তীর সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সংসদ সদস্য শিক্ষাবোর্ড চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্নার ঘুরে দেখেন। মঙ্গলবার শিক্ষাবোর্ডে উপস্থিত হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এসময় এমপি মোসলেম উদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার শিক্ষার অগ্রযাত্রাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। তাই আপনাদেরও এ অগ্রযাত্রায় সামিল হতে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা দর্শনকে সামনে রেখে কাজ করতে হবে। এগিয়ে যেতে হবে দুর্বার গতিতে।
এসময় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক প্রদীপ চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ড সচিব অধ্যাপক আবদুল আলীম, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ, কলেজ পরিদর্শক অধ্যাপক মো. জাহেদুল হক, বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলি, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ-সচিব মোহাম্মদ বেলাল হোসেনসহ অন্যরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার