চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আহমদ হোসেন (৫৫) নামে এক দন্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। আহমদ হোসেন চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নে দুর্লভের পাড়ার মৃত আমিন শরীফের ছেলে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে তার কয়েদির বন্দি নম্বর-৫০৯।
কারাগার সূত্রে জানা যায়, আদালত ২০১৬ সালের ২৭ জুন আহমদ হোসেনকে কারাগারে পাঠান। পটিয়া থানার-৪০ (৬)১৬, জি আর-১৬৪/১৬ মামলায় চট্টগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২০১৮ সালের ১০ এপ্রিল রায়ে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। ২০১৮ সালের ২২ অক্টোবর লোহাগাড়া থানার মামলা নম্বর ৬(৭)৯৩, জি আর-৪৬/৯৩ ও দায়রা মামলা নম্বর-২৬৭/৯৭ অতিরিক্ত জেলা জজ দেউলিয়া বিষয়ক আদালতের রায়ে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, আহমদ হোসেন কয়েদি হিসেবে পদ্মা-১৫ নম্বর ওয়ার্ডের বন্দি ছিলেন। মঙ্গলবার রাতে ওয়ার্ডে হঠাৎ অসুস্থ হলে দ্রুত কারা হাসপাতালে নেওয়া হয়। এরপর শারীরিক অবস্থা উন্নতি না হওয়ায় রাত ১০টার দিকে চমেক হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার