চট্টগ্রামের মিরসরাইয়ে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের ওয়াহেদপুর ইউনিয়নের কমলদহ এলাকায় একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে আরেকটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে দুইজন নিহত ও একজন পথচারি আহত হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি থানায় নিয়ে আসা হয়।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এটিএসআই মো. মাহমুদ বলেন, একটি কাভার্ডভ্যান আরেকটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে দুইজনের মৃত্যু হয়। এতে কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুছড়ে যায়। এসময় একজন পথচারী গুরুতর আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ