অভিবাসন ইস্যুতে সকলে একযোগে এক হয়ে কাজ করার অঙ্গীকার করা হয়। বুধবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নিরাপদ অভিবাসন বিষয়ক ‘সিমস প্রকল্প’ কর্মসূচির এক অবহিতকরণ সভায় উপস্থিত সবাই এ অঙ্গীকার ব্যক্ত করেন।
বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশীর উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ.স.ম. জামশেদ খোন্দকার।
প্রত্যাশীর নির্বাহী পরিচালক মনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিকেটিটিসি’র অধ্যক্ষ প্রকৌশলী নওরীন সুলতানা। সিমস প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার বশির আহম্মদ মনির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রত্যাশীর পরিচালক (প্রোগ্রাম) সৈয়দ শহীদ উদ্দিন, শুভেচ্ছা বক্তব্য রাখেন হেলভেটাস বাংলাদেশের সিম্স প্রকল্প টিম লিডার ক্যাটরিন রোজেনবার্গ ও বিএনডবিøউএল এর পরিচালক নাফিস ইমতিয়াজ হাসান। মূল বক্তব্য উপস্থাপন করেন প্রকল্পের জেলা সমন্বয়কারি রশিদা খাতুন।
বিডি প্রতিদিন/এ মজুমদার