চট্টগ্রাম নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে পড়ে আলী আকবর নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে নগরীর পাঁচলাইশ থানাধীন ২নং গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলী আকবর নগরীর বাকলিয়া থানাধীন বলিরহাট এলাকার বাসিন্দা।
পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) কামাল উদ্দিন বলেন, শুক্রবার দুপুরে ফ্লাইওভারের উপর থেকে আলী আকবরকে নিচে পড়েন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, স্থানীয়রা আলী আকবরকে ফ্লাইওভার থেকে লাফ দিতে দেখেছেন। লাফ দিয়ে এক বাইকারের গায়ের ওপর পড়েন। ওই বাইকার সামান্য আঘাত হয়েছেন। এরই মধ্যে প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলেছে পুলিশ। এ ঘটনার পেছনে অন্য কোন কারণ রয়েছে কি না তা তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ করার পর তার মৃত্যুর কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/আরাফাত