সোনার বাংলা ট্রেন থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করে ভিকটিমের কাছে ফিরিয়ে দিয়েছে রেলওয়ে পুলিশ। এ চুরির অভিযোগে সাহাবুদ্দিন রনি নামে চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় চুরি হওয়া স্বর্ণালঙ্কার, নগদ অর্থ এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়। শনিবার সকালে নগরীর নিউ মার্কেট এলাকা থেকে রনিকে গ্রেফতার ও তার দেয়া তথ্যের ভিত্তিতে মালামাল উদ্ধার করা হয়।
রেলওয়ে পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার হাছান চৌধুরী বলেন, সোনার বাংলা ট্রেনে করে ঢাকার যাওয়ার পথে চোর চক্রের সদস্যরা জান্নাতুল ফেরদৌসের মালামাল চুরি করে। অভিযোগ পেয়ে ক্লু-লেস অবস্থায় মামলার তদন্ত শুরু করে। গোপন সূত্রে খবর পেয়ে ট্রেনে চুরি করে এমন চক্রের সদস্য রনিকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়ার তথ্যের ভিত্তিতে চুরি করা মালামাল উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল