২৯ নভেম্বর, ২০২১ ১৭:৫৫

চট্টগ্রামে তিনটি বাজারকে পলিথিনমুক্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে তিনটি বাজারকে পলিথিনমুক্ত ঘোষণা

চট্টগ্রাম নগরীর চকবাজার, কাজীর দেউড়ি ও কর্ণফুলী মার্কেটকে বুধবার থেকে পলিথিনমুক্ত বাজার হিসাবে ঘোষণা করা হয়েছে। সোমবার পলিথিন মুক্তকরণ উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত পৃথক পৃথক সমাবেশে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী এ ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম নগরের পরিচালক মো. নুরুন্নবী, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল আলম।  

মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, পরিবেশ দূষণ ও জলাবদ্ধতা সৃষ্টিকারী পলিথিন ব্যবহার বন্ধে নেয়া উদ্যোগে নগরবাসীর সহযোগিতা একান্ত অপরিহার্য। নগরবাসীর সহযোগিতায় পর্যায়ক্রমে অন্যান্য কাঁচাবাজার, দোকানপাটগুলোকেও  এর আওতায় আনা হবে। প্রাথমিকভাবে জনসচেতনতা সৃষ্টি, মাইকিং, প্রচারপত্র বিলির মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে। পরবর্তীতে এ নির্দেশ অমান্য করলে জরিমানাসহ কঠোর আইন প্রয়োগের ব্যবস্থা করা হবে।   

তিনি বলেন, চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক প্রাণকেন্দ্র। কর্ণফুলী নদীর তলদেশে ২০ফিট স্তরে পলিথিন জমাট হওয়ার কারণে জাহাজ চলাচলে যেমন বিঘœ সৃষ্টি হচ্ছে। অন্যদিকে নদীর নাব্যতা রক্ষার জন্য যে ড্রেজিং করার প্রয়োজন তাও প্রতিবন্ধকতার কারণ হয়ে দাঁড়িয়েছে। কর্ণফুলীকে না বাঁচাতে পারলে চট্টগ্রাম বন্দর অচল হয়ে যাবে। এর কুপ্রভাবে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেবে।  

পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. নুরুন্নবী বলেন, পরিবেশ রক্ষায় পরিবেশ অধিদপ্তর অনেক কার্যক্রম হাতে নেই। তবে চসিকের পলিথিন ব্যবহারে নিরুৎসাহিত করার উদ্যোগটি বাস্তবায়িত হলে নগরবাসীর দুর্ভোগ অনেক লাঘব হবে।

চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল আলম বলেন, পলিথিন আসার আগে  বাজারে মানুষ থলে নিয়ে যাওয়ার যে অভ্যাস ছিল তা পুনরায় ফিরিয়ে আনতে পারলে পরিবেশদূষণকারী পলিথিনের অভিশাপ থেকে আমরা মুক্ত হতে পারবো।

পরিবেশ স্ট্যান্ডিং কমিটির সভাপতি শৈবাল দাশ সুমন’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর হাজী নুরুল হক, শাহেদ ইকবাল বাবু, আলহাজ্ব মো. শফিকুল ইসলাম, মো. জাবেদ, সংরক্ষিত কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, হুরে আরা বেগম, শাহীন আক্তার রোজি, রুমকী সেনগুপ্ত, তসলিমা বেগম (নুরজাহান), জাহানারা বেগম পপি, চসিক সচিব খালেদ মাহমুদ, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, তত্ত¡াবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী, আমিনুল হক রঞ্জু, মো. নুরুন্নবী, আলহাজ্ব কামাল উদ্দিন, এ.কে.এম হাবিবুল্লাহ, আব্দুল জলিল, শেখ হারুনুর রশীদ, মো. সোলায়মান, আব্দুল হাকিম, কায়সার আহমদ, জাফর আহমদ, ওসমান গণি, মো. মুসা খান, হাসান মাহমুদ, হাসিনা আকতার টুনু প্রমুখ। সমাবেশে কোরান তেলাওয়াত করেন চসিক মাদ্রাসা পরিদর্শক মাওলানা হারুনুর রশীদ চৌধুরী।

     
বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর