৭ ডিসেম্বর, ২০২১ ২১:৫৬

চট্টগ্রাম বিমানবন্দরে বসছে পিসিআর ল্যাব

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম বিমানবন্দরে বসছে পিসিআর ল্যাব

ফাইল ছবি

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আগামী এক সপ্তাহের মধ্যে শুরু হচ্ছে প্রবাসীদের করোনা পরীক্ষা করতে পিসিআর ল্যাব স্থাপনের কাজ। মঙ্গলবার ল্যাব স্থাপনের জায়গা পরিদর্শন করে গেছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। ল্যাব স্থাপনের কাজ শেষ হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতগামীদের করোনা ভাইরাস পরীক্ষা শুরু হবে দেশের দ্বিতীয় বৃহৎ এ বিমানবন্দরে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের স্টেশন ম্যানেজার উইং কমান্ডার ফারহাদ হোসেন খান বলেন, ‘চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরের করোনা পরীক্ষার জন্য ল্যাব স্থাপনের অনুমতি পেয়েছে চারটি প্রতিষ্ঠান। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা ল্যাবের জায়গা পরিদর্শন করে গেছেন। আশা করছি আগামী সপ্তাহে ল্যাব স্থাপনের কাজ শুরু হবে। ল্যাব স্থাপন হওয়ার পর করোনা পরীক্ষা শুরু হবে।’

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর