চট্টগ্রামে অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- বশির আহম্মদ এবং সৈয়দ হোসেন।
আজ শনিবার সকালে জেলার লোহাগাড়া উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এ অভিযান চালানো হয়।
লোহাগাড়া থানার ওসি আতিকুর রহমান বলেন, শনিবার সকালে যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর