চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার মৌলভী পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৫১ হাজার টাকার জাল নোটসহ মো. জাকির (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কাউন্টার টেরোরিজম বিভাগ। গত মঙ্গলবার সন্ধ্যায় হোটেলের ভেতর থেকে তাকে গ্রেফতার করা হয়। জাকিরের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা করা হয়েছে।
সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম) আহমেদ পেয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, হোটেলের ভেতর জাল নোট বিক্রির জন্য একজন অবস্থান করছে। গত মঙ্গলবার সন্ধ্যার দিকে হোটেলের ভেতর গিয়ে ধরার সময় পালানোর চেষ্টাকালে জাকিরকে গ্রেফতার করা হয়। তার দেহ তল্লাশিকালে লুঙ্গির কোচায় কালো পলিথিনে মোড়ানো ১ হাজার টাকার জাল নোট ১০৫টি ও ৫০০ টাকার জাল নোট ৯২টি উদ্ধার করা হয়। তিনি বলেন, জাল নোটগুলো ঢাকার সাগরের কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে কিনে চট্টগ্রামে এনেছিল। জাকির আগে ঢাকার সদরঘাট এলাকায় হোটেলে চাকরির সূত্রে সাগরের সঙ্গে পরিচয় হয়। জাকিরের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা করা হয়েছে। মামলার জড়িত আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
বিডি প্রতিদিন/এএম