অসুস্থতা থাকলেও চিকিৎসার অবহেলা ও দায়িত্বহীনতার কারণে চট্টগ্রাম মহানগর যুবদল নেতার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে। মো. শাহজাহান নামের উক্ত যুবদল নেতা ষড়যন্ত্রমূলক একটি মাদক আইনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন ২০২১ সালের ১৯ অক্টোবর থেকে। এ ঘটনায় দলের শীর্ষ রাজনৈতিক নেতা এবং পরিবারের সঙ্গে আলোচনা করে মামলার প্রস্তুতিও নেয়া হচ্ছে বলে জানান দলের নেতারা।
গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ১৩ নম্বর মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন উক্ত হাজতির মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান। তিনি বলেন, হাজতি শাহজাহান কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার বেলা দু’টার দিকে চমেক হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি যুবদল নেতা শাহজাহান (৪৭) নামের এক হাজতি অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শাহজাহান নগরীর বায়েজিদ বোস্তামি থানার উত্তর কুলগাঁও এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে। শাহজাহানের ৯ বছর বয়সী এক ছেলে ও চার বছরের এক মেয়েসহ স্ত্রী রয়েছে।
চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ৯০ দশকে ছাত্রদলের নেতা ছিলেন শাহজাহান। সর্বশেষ চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। শাহজাহান রাজপথের সক্রিয় নেতা ছিলেন। তার বিরুদ্ধে আকবর শাহ ও বায়েজিদ থানায় ছয়টি মামলা দায়ের হয়। এর মধ্যে পাঁচটি মামলায় ছিল ‘কথিত’ নাশকতার অভিযোগে দায়ের করা মামলা। সবগুলো বিচারাধীন ছিল। তাছাড়া মাদক আইনের মামলাটিও ষড়যন্ত্রমূলকভাবে তাকে ফাঁসানোর জন্য করা হয়েছিল।
তিনি বলেন, কারাগারের কর্তৃপক্ষের চিকিৎসার অবহেলা জনিত কারণে শাহজাহানের মৃত্যু হয়েছে। একজন মানুষ অসুস্থ হতেই পারে, দ্রুত চিকিৎসাসেবা দিলে কিছুটা উন্নতির দিকে যেতে পারেন। কিন্তু কারাগারে সেই সেবা পাননি বলেই আজ আমাদের ভাইকে হারালাম। তবে এ বিষয়ে রাজনৈতিক নেতারা এবং পরিবারের সঙ্গে আলোচনা করে মামলার প্রস্তুতি নেয়া হবে বলেও জানান তিনি।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার নাসির উদ্দিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বায়েজিদ থানার এক মাদক মামলায় গ্রেপ্তার হয় ২০২১ সালের ১৯ অক্টোবর। হাজতি শাহজাহান দীর্ঘদিন ধরেই যক্ষ্মা রোগে আক্রান্ত ছিলেন। শারীরিকভাবে খুবই দুর্বলও ছিলেন। বিভিন্ন সময় তাকে কারা হাসপাতালে চিকিৎসাও দেওয়া হয়। গত ২৬ মার্চ থেকে কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল মঙ্গলবার অবস্থার অবনতি হলে চমেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। রাতে হাসপাতালে মারা যান বলে জানান তিনি।
কারাগার ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাজতি শাহজাহান চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-ক্রীড়া সম্পাদকের দায়িত্বে ছিলেন। বায়েজিদ বোস্তামি থানার এক মামলায় গ্রেপ্তার হয়ে ২০২১ সালের ১৯ অক্টোবর শাহজাহান কারাগারে যান। শাহজাহান বিভিন্ন সময় অসুস্থ থাকতেন। তাঁকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হতো। গত ২৬ মার্চ থেকে কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত মঙ্গলবার বেলা সোয়া ২টার দিকে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে হাসপাতালের ১৩ নম্বর মেডিসিন ওয়ার্ডে মারা যান তিনি।
বিডি প্রতিদিন/আবু জাফর