কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে ত্রয়োদশ দফার দ্বিতীয় ধাপে আরও ১ হাজার ৭১৩ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রোহিঙ্গাদের নিয়ে নৌবাহিনীর ৫টি জাহাজ ভাসানচরের উদ্দেশ্যে ছেড়ে যায়। এর আগে গত বুধবারও ১ হাজার ৯৭ জনকে ভাসানচর নিয়ে যাওয়া হয়।
জানা যায়, গত বুধবার উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে ১ হাজার ৭১৩ জন রোহিঙ্গাকে নিয়ে ২৭টি বাসে করে চট্টগ্রামের পথে রওনা দেয়। গত বুধবার রাত পৌনে দশটায় তারা চট্টগ্রামে পৌঁছে। আজ সকালে তারা নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ্যে রওনা দেয়।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ্দৌজা বলেন, ত্রয়োদশ দফায় ১৭১৩ জন রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হয়। এর আগে ২৫ হাজারেরও অধিক রোহিঙ্গাকে ভাসানচর স্থানান্তর করা হয়েছে। রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানোর প্রক্রিয়াটি অব্যাহত থাকবে।
জানা যায়, ২০২০ সালের ৪ ডিসেম্বর কক্সবাজারের আশ্রয় শিবির থেকে প্রথম দফায় রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর কার্যক্রম শুরু হয়। প্রথম দফায় ১ হাজার ৬৪২ জন, ২৯ ডিসেম্বর দ্বিতীয় দফায় ১ হাজার ৮০৪ জন, ২০২১ সালের ২৯ ও ৩০ জানুয়ারি তৃতীয় দফায় ৩ হাজার ২৪২ জন, ১৪ ও ১৫ ফেব্রুয়ারি চতুর্থ দফায় ৩ হাজার ১৮ জন, পঞ্চম দফায় ৩ ও ৪ মার্চ ৪ হাজার ২১ জন, ষষ্ঠ দফায় ১ ও ২ এপ্রিল ৪ হাজার ৩৭২ জন, সপ্তম দফায় ২৫ নভেম্বর ৩৭৯ জন, অষ্টম দফায় ১৮ ডিসেম্বর ৫৫২ জন, নবম দফায় ৬ জানুয়ারি ৭০৫ জন, ১০ম দফায় ৩১ জানুয়ারি ১২৮৭ জন ও একাদশ দফায় ১ হাজার ৬৫৫ জন ও ১২ তম দফায় ২ হাজার ৯৮২ জনসহ মোট ২৭ হাজার ৬৭৩ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন