চট্টগ্রাম নগরের বৃহত্তম পাইকারি ও খুচরা মার্কেট রেয়াজুদ্দিন বাজারের একটি দোকানের মালিক ও কর্মচারীকে সাত হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-রেয়াজুদ্দিন বাজার ঘোষাল কোয়ার্টার আঞ্জুমানে মার্কেটের কাপড়ের দোকানের মালিক হেলাল খাঁন এবং কর্মচারী নুরুল আমিন। দুইজনের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মো. কামরুল হাসান বলেন, দোকানের মালিক-কর্মচারী মিলে গোপনে ইয়াবার ব্যবসা করছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ তাদের ধরা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদক আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই