চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে হাসপাতালের ৩য় তলার ১৫নং ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
তবে অগ্নিনির্বাপকের ধোঁয়ায় চারিদিক আচ্ছন্ন হয়ে পড়লে রোগীরা আতঙ্কে দিগ্বিদিক ছুঁটতে থাকে। আগুন ছড়িয়ে পড়ার আগে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাস বলেন, পরিত্যক্ত ময়লার স্তূপে ছোট আগুনের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে যায়। কিন্তু ফায়ার এক্সটিংগুইসাসের ধোঁয়ায় মানুষের মাঝে আতঙ্ক ছড়ায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর