চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার ভাটিয়ারি এলাকায় লরির সঙ্গে ধাক্কা লেগে মো. সাকিব নামের একজন পথচারী মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। নিহত সাকিব সীতাকুন্ডের ভাটিয়ারী ইউনিয়নের দানুবাজার এলাকার মো. আবু মুছার ছেলে।
শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে ভাটিয়ারী টোবাকো গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার।
তিনি বলেন, আহত অবস্থায় দ্রæত চমেকের জরুরী বিভাগে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। মরদেহ স্বজনদের হন্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম