চট্টগ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করেছে পুলিশ। অভিযানে মাইক্রোবাস চালক মো. সোহাগকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় কাপড় পরিবহণের কাজে ব্যবহার করা একটি মাইক্রোবাস। শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই অংশে এ অভিযান পরিচালনা করে মীরসরাই থানা পুলিশ।
মীরসরাই থানার ওসি কবির হোসেন, শুক্রবার সকালে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস থেকে ভারতীয় ৬০৬টি শাড়ি এবং ৭৩ পিস লেহেঙ্গা জব্দ করা হয়। এসময় চালক সোহাগকে গ্রেফতার করা গেলেও আরও ২ জন পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল