চট্টগ্রামে সেপটি ট্যাংক থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পাঁচলাইশ থানাধীন নাছিরাবাদ হাউজিং সোসাইটি’র একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, ড্রেনের সাথে যুক্ত সেপটি ট্যাংকটি পরিষ্কার করতে গিয়ে পরিচ্ছন্নতাকর্মীরা লাশটি দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
তিনি বলেন, ট্যাংক থেকে লাশ তোলার সময় মাংস খসে পড়ছিল। লাশের শরীরে কোনো পোশাক ছিল না। এ ঘটনায় বাড়ি মালিক বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ