কাপড়ের ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রির সময় চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মো. সাজ্জাদ, মো. জোবায়েদুল, ইমাম হোসেন এবং রবিউল ফারুক। অভিযানে তাদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
শনিবার রাতে নগরীর কোতোয়ালী থানাধীন রিয়াজুদ্দীন বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির বলেন, রিয়াজুদ্দীন বাজারের একটি কাপড়ের দোকানে ইয়াবা বিক্রি হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ চার জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর