প্রেমের সম্পর্কে বাধা দেওয়ায় গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। রবিবার ভোরে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
ওই ছাত্রীর নাম রকসি পারভিন জুবলি। সে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, জুবলীর সাথে স্থানীয় এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টা জানাজানি হলে বাবা-মা তাকে বকা দেন। এতে অভিমান করে রাতের কোনো এক সময় সে আত্মহত্যা করে। রবিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। এসময় একটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ