চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকার মো. ফাহিম (২৩) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। ফাহিম ওই এলাকার আবু তাহেরের ছেলে। গত রবিবার গভীর রাতে উক্ত থানাধীন বাস্তুুহারা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) মো. সাদিকুর রহমান।
তিনি বলেন, নিজ বাসায় গলায় গামছা প্যাঁচিয়ে ফাহিম আত্মহত্যা করার চেষ্টা করে। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ফাহিমের খালাতো ভাই মো. শাহিন বলেন, ফাহিম দিনমজুরের কাজ করতেন। পারিবারে আর্থিক অসচ্ছলতা ছিল। তবে এ নিয়ে কখনও ঝামেলা হয়নি। তবে কি কারণে এমন ঘটনা ঘটেছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম