চট্টগ্রামের পটিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় কামাল হোসেন (৪৫) নামে এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন। নিহত কামাল চন্দনাইশ উপজেলার উত্তর হাশিমপুরের শফিউল আলমের ছেলে।
সোমবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কমলমুন্সির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের দায়িত্বরত জেলা পুলিশের সহকারী উপ-পরিদর্শক মো. আলাউদ্দীন তালুকদার।
তিনি বলেন, সবজি বিক্রির জন্য চন্দনাইশ থেকে কমলমুন্সির হাটে আসেন কামাল। সকাল সাড়ে ১০টার দিকে কাভার্ডভ্যানের ধাক্কায় তিনি আহত হন। পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে কামাল হোসেনকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএম