চট্টগ্রাম আদালতের এজলাসের ভিতরে ঢুকে নিজের গলায় ছুরি চালিয়ে ‘আত্মহত্যার চেষ্টা’ করেন মানসিক ভারসাম্যহীন এক যুবক। এসময় জাফর (৩০) নামের উক্ত যুবককে আটক করে আদালত পুলিশের হেফাজতে রাখা হয়েছিল। জাফর নামের যুবকটি চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার পশ্চিম মাদারবাড়ি এলাকার টং ফকির মাজার এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। তিনি ‘মানসিক অসুস্থতায় ভুগছেন’ বলে প্রাথমিকভাবে ধারণা করেছে পুলিশ।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালতে এ ঘটনা ঘটে বলে জানান আদালত পুলিশের (প্রসিকিউশন) সহকারী কমিশনার মো. ওহিদুল্লাহ।
তিনি বলেন, তাকে (জাফর) জিজ্ঞাসাবাদ করার সময় এলোমেলো কথাবার্তাসহ বিভিন্ন আচরণ করছিল। মনে হয়েছিল সে মানসিক ভারসাম্যহীন। আদালতের কার্যক্রম চলাকালে সে হঠাৎ ভেতরে প্রবেশ করে। চিৎকার করে সে বলতে থাকে, আদালতকে মামলা নিতে হবে। কিসের মামলা বুঝা যায়নি। এসময় নিজের কোমর থেকে একটি ছোট ছুরি বের করে সে হুমকি দেয়, মামলা না নিলে এখানেই আত্মহত্যা করবে। সে নিজের গলায় ছুরিটি লাগালে দায়িত্বরত পুলিশ সদস্যরা গিয়ে দ্রুত ধরে পেলেন।
সিএমপির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট লকারের পরিদর্শক আতিকুর রহমান বলেন, ‘তার নাম-ঠিকানা জিজ্ঞেস করলে কখনো জাফরসহ বিভিন্ন নাম বলেন। তার ঠিকানার কথা বললেও এলোমেলো কথা বলে যুবকটি। তবে আদালতের সিদ্ধান্ত মতে, সংশ্লিষ্ট আদালতের পেশকার কোতোয়ালী থানায় আত্মহত্যা প্রচেষ্টায় একটি মামলা দায়ের করেন বলে নিশ্চিত করেছেন তিনি।
বিডি প্রতিদিন/এএম