কাঁধে ব্যাগ ভর্তি সেহরির খাবার, সাইকেল চালিয়ে নগরীর অলি গলিতে সুবিধাবঞ্চিত মানুষের কাছে সেহরি বিতরণ করছেন একদল যুবক। চলমান মাহে রমজান উপলক্ষে এ উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপু। প্রথম দিনে নগরীর মোহাম্মদপুর, মুরাদপুর, ২নং গেইট, মেডিকেল, গোল পাহাড় মোড়, জিইসি এলাকায় বিতরণ করা হচ্ছে সেহরি। প্রতিদিন ২০০ জন রোজাদারদের মাঝে বিতরণ করা হবে সেহরি।
এই প্রসঙ্গে সেহেরিওয়ালার উদ্যোক্তা তপু জানান, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ভাইয়ের সার্বিক দিক নির্দেশনায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সেহেরিওয়ালা উদ্যোগ গ্রহণ করেছি। সমাজের বিত্তশালীদের দুস্থ মানুষের পাশে দাঁড়ানো অনুরোধ জানান তিনি।
করোনাকালে ফ্রি সবজি বাজার, ফ্রি স্বাস্থ্যসেবা এবং ফ্রি মুদিবাজারসহ আরও বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আলোচিত হয়েছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকলীগের এই নেতা।
বিডি প্রতিদিন/ফারজানা