চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন টেক্সটাইল এলাকায় ১৫ বছরের এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার ভোরে বায়েজিদ নগর আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। মৃত স্কুল শিক্ষার্থী ওই এলাকার নূর আলমের মেয়ে। তিনি ডা. মাজহারুল হক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বোন সালমা আক্তার বাদি হয়ে বায়েজিদ থানা একটি মামলা দায়ের করেন।
বায়েজিদ থানা সূত্রে জানা যায়, গত ৩১ মে এক বান্ধবীসহ বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করার কথা বলে ওই স্কুল শিক্ষার্থী কক্সবাজার যায়। কিন্তু কক্সবাজারে বয়ফ্রেন্ডের সঙ্গে তার দেখা হয়নি। পরে বান্ধবী চট্টগ্রাম শহরে চলে আসলেও সে কক্সবাজার থেকে যায়। গত ১ জুন রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের বাসায় ফিরে আসে সে। পরদিন যথারীতি স্কুলের ইংরেজী পরীক্ষায় অংশগ্রহণ করে। কিন্তু আজ শুক্রবার ভোরে বায়েজিদ বোস্তামি থানাধীন বায়েজিদ নগর আবাসিক ড্রিম হোমের চতুর্থ তলার ৪০১ নং ফ্ল্যাটে নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেছিয়ে সে আত্মহত্যা করে।
বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, বায়েজিদ নগর আবাসিক এলাকার একটি ভবন থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে আত্মহত্যা মনে করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভিকটিমের বোন সালমা আক্তার বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ