চট্টগ্রামের হাটহাজারী থেকে অর্ধগলিত অবস্থায় প্রিন্স দাস নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার সদর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত প্রিন্স দাশ একই উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের সুনীল দাসের ছেলে। তিনি ডিশ ক্যাবল অপারেটর কর্মী ছিলেন।
হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, কয়েকজনসহ স্থানীয় একটি ভবনের তিন তলায় ভাড়ায় থাকতেন প্রিন্স। ওই বাসা থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে বাসার গ্রিল কেটে তার মরদেহ উদ্ধার করা হয়।
এটি খুন নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই