চট্টগ্রামে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ ওঠেছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- এমরান হোসেন সাগর, সানিউল্লাহ আলী রিমন এবং মো কামাল উদ্দিন। শুক্রবার রাতে বোয়ালখালী উপজেলার শাকপুর এলাকায় এ ঘটনা ঘটে।
বোয়ালখালী থানার ওসি আবদুল করিম বলেন, নবম শ্রেণির ওই শিক্ষার্থী বন্ধুর সাথে রিক্সা করে বাড়ি ফিরছিলেন। পথে শাকপুরা এলাকায় ধর্ষণকারীরা সিএনজি টেক্সি করে এসে তাদের গতিরোধ করে। পরে তাদের সিএনজি টেক্সি করে নির্জন এলাকায় নিয়ে যায়। পরে সংঘবদ্ধ ভাবে চার জন ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে। ওই শিক্ষার্থীর মা মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করে।
বিডি প্রতিদিন/এএম