চট্টগ্রামে জাম পাড়তে নিষেধ করায় তিন সংখ্যালঘু নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। পরে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আজ শনিবার এ ঘটনায় মামলা দায়েরের পর আমিনুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে গত বৃহস্পতিবার দুপুরে সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া জোড়া আমতল এলাকায় এ ঘটনা ঘটে।
সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম বলেন, ‘জাম পাড়তে বাধা দেয়ায় তিন নারীকে মারধর করা হয়। এ ঘটনায় ৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। এরই মধ্যে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’
মারধরের শিকার নারীদের বরাত দিয়ে পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দুপুরে জাম পাড়তে যান একদল যুবক। এ সময় বাড়ির মালিক তিন নারী এসে তাদের জাম পাড়তে নিষেধ করেন।
এতে ক্ষিপ্ত হয়ে তৌহিদুল ইসলাম ও আলমগীর নামের দুইজন লাঠি হাতে তাদের দিকে তেড়ে আসেন। একপর্যায়ে তৌহিদুল এক নারীকে মারধর করেন। পরে আলমগীরও মারধরে যোগ দেন। পরে মারধরের ওই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বিডি প্রতিদিন/আবু জাফর