চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডের এ ঘটনায় তিন শতাধিক দগ্ধ হয়েছেন।
শনিবার রাত ১১টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকার বিএম কনটেইনার ডিপোতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তবে আগুন লাগার কয়েক ঘণ্টা পার হলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, ঘটনার খবর পেয়ে আমাদের ১৬টি ইউনিট কাজ করছে। আগুন লাগার পর কনটেইনারে বিস্ফোরণ হয়, সেখানে থাকা কেমিক্যালের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।
আগুন নিয়ন্ত্রণের জন্য পাশের জেলাগুলো থেকেও ফায়ার সার্ভিসের ইউনিট আসতেছে। তবে আগুনের এমন ভয়াবহতা আগে কখনো দেখেননি বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই