চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়ার কয়েক ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও আগুন আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এরইমধ্যে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ফলে আগুন নিয়ন্ত্রণ আনতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬ ইউনিট। জেলার ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিটের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফেনী ও কুমিল্লা থেকে আসা ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট।
এদিকে, আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন কর্মী। সর্বশেষ পাওয়া তথ্য মতে, অগ্নিদগ্ধ হয়েছে তিন শতাধিক মানুষ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজে রাখা হয়েছে। শনিবার রাত ১১টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকার বিএম কনটেইনার ডিপোতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/এমআই