বিএম ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণের ঘটনা তদন্ত করতে পৃথক চারটি কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস, চট্টগ্রাম জেলা প্রশাসন, কাস্টমস কর্তৃপক্ষ, বন্দর কর্তৃপক্ষ এবং বিএম কন্টেইনার ডিপো কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল রেজাউল করিমকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে ফায়ার সার্ভিস। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশনা দেয়া হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বদিউল আলমকে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে চট্টগ্রাম জেলা প্রশাসন। কমিটিকে সাত কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।
এদিকে, ঘটনা তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে চট্টগ্রাম কাস্টমস। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।
তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে চট্টগ্রাম বন্দর। তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলে বন্দর কর্তৃপক্ষ।
অন্যদিকে, পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিএম কন্টেইনার ডিপো কতৃপক্ষ।
বিডি প্রতিদিন/আরাফাত