চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরের বিএম কন্টেইনারের ডিপোর আগুন এবং বিস্ফোরণের প্রভাব পড়েছে আশপাশের কয়েক কিলোমিটার এলাকায়। বিস্ফোরণের বিকট শব্দে ভেঙে গেছে ওই সব এলাকার কাঁচের দরজা, জানালা। নষ্ট হয়েছে গেছে ঘরে থাকা টিভি ফ্রিজ, ফ্যানসহ বৈদ্যুতিক নানান সরঞ্জাম। বিস্ফোরণের পর থেকো কালো ধোঁয়া এবং রাসায়নিক পদার্থের পোড়া গন্ধে চরম অস্বস্তিতে পড়েছেন কয়েক গ্রামের বৃদ্ধ এবং শিশুরা। রবিবার সকালে সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর, কেশবপুর, মোল্লাপাড়া, লালবাগসহ বিভিন্ন এলাকার লোকজনের সাথে কথা বলে এ তথ্য জানা যায়।
শীতলপুর এলাকার আবদুল করিম বলেন, বিস্ফোরণের বিকট শব্দে অনেক ঘরের কাঁচের দরজা এবং জানালা ভেঙে যায়। নষ্ট হয়ে যায় বৈদ্যুতিক নানা সরঞ্জাম। ক্যামিকেল পোড়া গন্ধ এবং কালো ধোয়ার কারণে নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে শিশু ও বৃদ্ধদের।
বিডি প্রতিদিন/হিমেল