চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা এলাকার কাতালগঞ্জ আবাসিকের ১ নম্বর সড়কে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল পৌনে ৮টার দিকে ওই এলাকার পেট্রল পাম্পের সামনে খান বাড়ির নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন-জোরারগঞ্জ থানার সত্তরোয়া এলাকার ছালেহ আহমেদের ছেলে গাড়ি চালক মো. হোসেন (৩৮) ও খাগড়াছড়ির রামগড় থানার গজলতলা এলাকার মৃত আবদুর রউফের ছেলে কেয়ারটেকার আবু তাহের (৬৫)।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন মজুমদার বলেন, খান বাড়ির নিচতলায় বৃষ্টির কারণে পানি উঠেছিল। পরিবারের সদস্যরা দ্বিতীয় তলায় উঠে যান। নিচতলায় আইপিএসের সংযোগ ছিল। পানি ওঠায় কেয়ারটেকার আবু তাহের আইপিএস বন্ধ করতে গেলে বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়।
তাকে বাঁচাতে গিয়ে হোসেনও বিদ্যুৎস্পৃষ্ট হয়। সেখান থেকে দুইজনকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই