চট্টগ্রামে আদালতে পৌঁছে দেওয়ার কথা বলে বাসে তুলে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বাস চালক নুরুল আলম, তার সহযোগী মোহাম্মদ রবিউল হক ও মোহাম্মদ শাহজাহানকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার রাতে চট্টগ্রাম জেলার হাটহাজারী এবং ফটিকছড়ি উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর আগে রবিবার দুপুরে গণধর্ষণের শিকার হন ওই নারী।
সিএমপি’র বায়েজিদ থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, গণধর্ষণের শিকার ওই নারী ডবলমুরিং এলাকায় বসবাস করলেও রবিবার বায়েজিদে চাচার বাসাতে বেড়াতে আসেন। রবিবার দুপুরে চাচার বাসা থেকে বের হয়ে চট্টগ্রাম আদালতে যাওয়ার জন্য অক্সিজেন এলাকায় আসেন।
এসময় ওই গহবধূ আদালতে যাওয়ার কথা জানালে চালক ও তার সহকারী পৌঁছে দেওয়ার কথা বলে বাসে তোলেন। এসময় বাসে কোনো যাত্রী ছিল না। পরে বাসের দরজা বন্ধ করে গৃহবধূকে গণধর্ষণ করা হয়। ধর্ষণের শিকার হয়ে ওই গৃহবধূ অক্সিজেন এলাকার ট্রাফিক সদস্যকে জানালে অভিযান শুরু করে। টানা অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।
ওসি আরও বলেন, গ্রেফতার আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই গৃহবধূকে গণধর্ষণের কথা স্বীকার করেছে। এছাড়া ধর্ষণে আরও একজনের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাকে গ্রেফতার করার চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এমআই