চট্টগ্রামে পাঁচটি ওয়ান শুটারগানসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার হওয়া ওই যুবকের নাম মো. রিয়াদ। সোমবার দুপুরে জেলার লোহাগাড়া থানাধীন পদুয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৭ সহকারি পরিচালক নুুরুল আবছার বলেন, বিক্রির জন্য অস্ত্রের মজুদ রাখা হয়েছে এ তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ৫টি ওয়ান শুটারসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম